ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মেরুল বাড্ডায় বিস্ফোরণে দগ্ধ ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
মেরুল বাড্ডায় বিস্ফোরণে দগ্ধ ৪ বিস্ফোরণে দগ্ধ

ঢাকাঃ রাজধানীর মেরুল বাড্ডায় (ডিআইটি প্রজেক্ট এলাকায়) চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪জন দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিনগত রাত ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে।

দগ্ধরা হলেন চা দোকানি আবুল খায়ের (৪০) দোকানের সামনে থাকা মোঃ বাহার (৪০) ও আয়নাল (৪০)।

দগ্ধ আবুল খায়ের জানান, দোকানে চা বানানোর সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তারা ৪ জন দগ্ধ হন।

স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। পরে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয় তাদের।

ঢামেক বার্ন ইউনিটের জরুরি বিভাগের একটি সূত্র জানায়,  খায়েরের দেহের ১৫ শতাংশ, বাহারের ১০ শতাংশ ও আয়নালের ৫ শতাংশ পুড়ে  গেছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, দগ্ধ আবুল খায়ের ও বাহারকে ভর্তি করা হয়েছে। আয়নাল ও অজ্ঞাতনামা  একজন প্রাথমিক চিকিৎসা শেষে ঢামেক ত্যাগ করেছেন।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এজেডএস/এসআই/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।