কদমতলীতে মাজেদা খানম ঊর্মি (৩০) বিদ্যুৎস্পৃষ্ট হন ২৬ অক্টোবর দিনগত রাত সাড়ে ৯টার দিকে। মুমূর্ষু অবস্থায় ঊর্মিকে ঢামেকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার স্বামী আরিফুল ইসলাম জানান, বাসার ভেতরে পানির মোটর ছাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ঊর্মি।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
কুমিল্লার নাঙ্গলকোটে মোহন মিয়া আঙ্গুলখোড় গ্রামের মৃত. আব্দুল আজিজের ছেলে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
মোহন মিয়া বিকেলে রূপালি মৎস্য খামারে কাজ করছিলেন। এ সময় বৈদ্যুতিক মোটরের তার খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়:০৩৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এজেডএস/এসআই