ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়িতে ভাইয়ের হাতে ভাই খুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
পলাশবাড়িতে ভাইয়ের হাতে ভাই খুন

গাইবান্ধা: ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ছোট ভাই চান মিয়া মহাজনের (৪৫) ছুরিকাঘাতে বড় ভাই সাইদুর রহমান (৫৫) খুন হয়েছেন।

শুক্রবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পুটিমারি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদুর ও ঘাতক চান মিয়া পুটিমারি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাইদুরের একটি ছাগল তারই ছোট ভাই চান মিয়ার ধান ক্ষেতে যায়। পরে চান মিয়া বড় ভাই সাইদুরের ওপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে চান মিয়া বড় ভাই সাইদুরকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া ঘটনায় জড়িত চান মিয়াকে আটকে পুলিশ তৎপর রয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।