ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কসবায় ৫ ডাকাত আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
কসবায় ৫ ডাকাত আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক বাড়িতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় পাঁচ ডাকাতকে আটক করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে নোয়াপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়রা জানায়, রাতে নোয়াপাড়া গ্রামের রবিউল্লা মিয়ার বাড়িতে একদল ডাকাত ঢুকে বাড়ির লোকজনদের হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কাকারসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়।

এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে চারপাশ থেকে ডাকাতদের গিরে ফেলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে পাঁচ ডাকাতকে আটক করে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বাড়ির মালিক রবিউল্লা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।