শুক্রবার (২৭ আগস্ট) ভোর থেকে যমুনা নদীর হার্ড পয়েন্ট এলাকায় শত শত ভক্ত ও পূণ্যার্থীরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ পূজা পালন করেন।
এর আগে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে পূজারীরা উপবাস থেকে ফুল, প্রসাদ, বাদ্য-বাজনাসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে যমুনা নদীর তীরে উপস্থিত হয়ে পূজা-অর্চনা করেন।
সিরাজগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ গৌর বাংলানিউজকে জানান, প্রতিবছর কালি পূজার পর শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে নদীর তীরে সূর্য দেবতাকে সন্তুষ্ট এবং মনোবাসনা পূরণের লক্ষ্যে এ পূজা করা হয়।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
আরবি/