ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিষ্ঠা বার্ষিকী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিষ্ঠা বার্ষিকী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিষ্ঠা বার্ষিকী পালন-ছবি: শাকিল

ঢাকা: বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর ১৬তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষে সংগঠনের পক্ষ থেকে ৠালি, গণস্বাক্ষর সংগ্রহ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের সামনে 'জঙ্গিবাদ রুখে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার লক্ষে দেশব্যাপী গণস্বাক্ষর কর্মসূচির' উদ্বোধন করা হয়।
 
প্রধান অতিথি হিসেবে এ গণস্বাক্ষর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।


 
উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এদেশের উন্নয়নের ধারা অব্যহত রয়েছে। এই ধারাকে আরো বেগবান করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
 
মন্ত্রী আরো বলেন, জঙ্গীবাদের সঙ্গে যারা জড়িত তারা পবিত্র ধর্ম ইসলামকে কলঙ্কিত করছে। আমরা বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন করেছি। আজকে এই নতুন প্রজন্মের কাছে আমার আবেদন দেশের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে স্বাধীনতার চেতনাকে ধরে রাখতে হবে।

পরে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি র্যালি বের করেন নেতাকর্মীরা। র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন  জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।
 
র্যালিতে নেতৃত্ব দেন- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদি হাসান। এসময় র্যালিতে সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ বিভিন্ন অঞ্চলের শতাধিক নেতাকর্মী অংশ  নেন।  
 
জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে শেষ হয়।
 
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এসআইজে/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।