ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে মাদক বিরোধী সমাবেশ-র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
বরিশালে মাদক বিরোধী সমাবেশ-র‌্যালি বরিশালে মাদক বিরোধী সমাবেশ-র‌্যালি

বরিশাল: ‘যেই মুখে ডাকো তুমি মধুর ‘মা’-ডাক ‘মা’, সেই মুখেতে ভুল করিয়াও, মাদক নিয়ো না’ এই স্লোগানকে সামনে রেখে বরিশালে মাদক বিরোধী সমাবেশ ও সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় জেলা পুলিশ ও বিভাগীয় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে বঙ্গবন্ধু উদ্যানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক এএএম হাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অথিতি ছিলেন বরিশাল রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম-বিপিএম।

বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রসাশক হাবিবুর রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে বর্ণাঢ্য সাইকেল র‌্যালির উদ্বোধন করা হয়। যেখানে গার্লস সাইক্লিস্টের মাঝে হেলমেট বিতরণ করা হয়।

‘এসো তরুণ খেলার মাঠে নিও না মাদক হাতে’ এই স্লোগানে
 বরিশাল মহানগর ও দেশের বৃহত্তম শাপলার বিল সাতলায় দিনব্যাপী সাইক্লিং প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। 


বরিশাল সাইক্লিস্ট ও বরিশাল সাইকেল রেঞ্জারের ৩০ জন বালিকাসহ ১০০ জন সাইক্লিস্ট এবং ঢাকা থেকে হেমন্ত রাইডার্সয়ের ৬০ জন সাইক্লিস্ট মাদক বিরোধী এ রাইডে যোগদান করেছেন।

এদিকে মাদক বিরোধী রাইডে সমন্বয়ক মাসুদ আলমের নেতৃত্বে সাইক্লিস্টরা সকালে বঙ্গবন্ধু উদ্যান থেকে সদর রোড হয়ে বিএম কলেজ, বরিশাল মেডিকেল, ৩০ গোডাউনসহ নগরের বিভিন্ন স্থানে ১৫ কিলোমিটারের বেশি ভ্রমণ শেষে সার্কিট হাউজে গিয়ে শেষ হয়।  

দুপুরের সার্কিট হাউজ থেকে উজিরপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে সাইক্লিস্টরা। মধ্যপথে দুর্গাসাগরে বিরতির পর সন্ধ্যায় উজিরপুরে ও সাতলায় রাত্রি যাপন করা হবে।

২৮ অক্টোবর (শনিবার) ভোরে সাতলার বিলে শাপলা দর্শন শেষে সাইক্লিষ্ট সকাল ৮টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।