সোমবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার খাগাউড়া গ্রামের নিজ বাড়ি থেকে সফিককে আটক করা হয়। সে ওই গ্রামের আজহারুল মিয়ার ছেলে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসকু মিয়া বাংলানিউজকে জানান, স্কুল থেকে খাগাউড়া গ্রামের বাড়িতে ফেরার পথে প্রথম শ্রেণি পড়ুয়া এক শিশুকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সফিক।
স্থানীয়রা টের পেয়ে বিষয়টি থানায় জানায়। আর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় ওই বখাটের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. সোহাগ আহমেদ বাংলানিউজকে জানান, শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে তার পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এমএ/