সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করেন।
দুলাল মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের জনৈক জুলহাস উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুলাল সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। গত ১৭ অক্টোবর ঘাটাইল উপজেলার একব্যক্তির মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত সে। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় দুলালকে আটক করা হয়।
পরে দিনভর ইউপি কার্যালয়ে বেঁধে রেখে রাত ৯টার দিকে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাংলানিউজকে জানান, বিষয়টি জটিল মনে হলে উপজেলা চেয়ারম্যানকে জানানো হয়। তিনি টাঙ্গাইলে থাকায় অভিযুক্ত চোরকে পুলিশে দিতে বিলম্ব হয়েছে।
ঘাটাইল থানায় মোটরসাইকেল চুরির মামলা থাকায় দুলালকে সেখানকার পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মধুপুর থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ০৩২৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এমএ/