ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে বাবার অভিযোগে মাদকসেবী ছেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
সৈয়দপুরে বাবার অভিযোগে মাদকসেবী ছেলের কারাদণ্ড

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে বাবার অভিযোগের ভিত্তিতে মনজুর হোসেন (২৩) নামে মাদকসেবী এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এ রায় দেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বাংলানিউজকে জানান, মনজুর হোসেন নামে ওই যুবক মাদক সেবন করে তার পরিবারে অশান্তি সৃষ্টি করত।

এ বিষয়ে শহরের মুন্সিপাড়া এলাকার মোস্তাক আহমেদ তার ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক অভিযোগের সত্যতা পেয়ে এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।