মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ফিতা কেটে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পরিমল কুমার সরকার। এসময় সেতুবন্ধনের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুরের স্মৃতি অম্লান চত্বর সেতুবন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে এ সাইকেল যাত্রায় রয়েছেন সংগঠনের সভাপতি আলমগীর হোসেন।
তিনি বলেন, তিনদিনের সাইকেল যাত্রায় দিনাজপুরের দশমাইল, ঠাকুরগাঁও হয়ে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌঁছাবেন। যাত্রাপথে পাখি ও প্রকৃতি রক্ষায় সচেতনতা সৃষ্টির জন্য আয়োজিত পথসভায় অংশ নেবেন ও লিফলেট বিতরণ করবেন।
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৭
আরএ