ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আইনজীবী সহকারী কাউন্সিল আইন পাশের দাবিতে সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
আইনজীবী সহকারী কাউন্সিল আইন পাশের দাবিতে সড়ক অবরোধ আইনজীবী সহকারী কাউন্সিল আইন পাশের দাবিতে সড়ক অবরোধ। ছবি: বাংলানিউজ

ঢাকা: আইনজীবী সহকারী কাউন্সিল আইন পাশের দাবিতে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির সদস্যরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।  

সড়ক অবরোধের কারণে প্রেসক্লাবের সামনের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বর্তমানে গুলিস্থান, মতিঝিল, পল্টন এলাকা থেকে আগত শাহবাগ গামী যানবাহনগুলোকে প্রেসক্লাবের পেছনের লিংক রোড দিয়ে চলতে দেখা গেছে।

সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচির বিষয়ে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির সিনিয়র সহ-সভাপতি ফরহাদ আলী বাংলানিউজকে বলেন, 'আইনজীবী সহকারী কাউন্সিল আইন' পাশের দাবিতে আমরা কর্মবিরতি ও মানববন্ধন পালন করছি। শুরুতে অবস্থান কর্মসূচির কোনো পরিকল্পনা আমাদের ছিল না। কিন্তু এখন সকলের দাবির কারণে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। তবে কিছুক্ষণ পরেই আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিছিল নিয়ে স্মারকলিপি দিতে যাবো।

শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর শেখ আবুল বাশার বাংলানিউজকে বলেন, আমরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছি। তারা খুব দ্রুত চলে যাবেন। আর এখানে সড়ক ছোটো কিন্তু আন্দোলনকারীরা সংখ্যায় অনেক হওয়ার কারণে সড়ক বন্ধ হয়ে গেছে। এজন্য যানজটের সৃষ্টি হয়েছে। তবে আমরা পেছনের লিংক রোড ব্যবহার করে স্বাভাবিক করার চেষ্টা করছি বলেও জানান আবুল বাশার।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।