ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে হত্যার দায়ে দুই যুবকের ফাঁসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
গাজীপুরে হত্যার দায়ে দুই যুবকের ফাঁসি গাজীপুরে হত্যার দায়ে দুই যুবকের ফাঁসি

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় উজ্জল চন্দ্র মনিদাস (২৪) নামে এক ওয়ার্কশপ মিস্ত্রিকে হত্যার দায়ে দুই যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ আদেশ দেন।

নিহত উজ্জল চন্দ্র মনিদাস কাপাসিয়া উপজেলার তরগাঁও ঋষিপাড়া এলাকার শ্রী অর্জুন চন্দ্র মনি দাসের ছেলে।

  

দণ্ডপ্রাপ্তরা হলো- গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ঋষিপাড়া এলাকার স্বপন চন্দ্র মনিদাসের ছেলে সঞ্জীবন চন্দ্র মনিদাস (২৩) এবং তরগাঁও মধ্যপাড়া এলাকার মোস্তফার ছেলে মো. শাকিল (২০)।  

গাজীপুর আদালতের পিপি হারিজ উদ্দীন আহমেদ জানান, নিহত উজ্জল চন্দ্র মনিদাসের ভাতিজির সঙ্গে আসামি সঞ্জীবন চন্দ্র মনিদাস প্রেমের সম্পর্ক ছিল। এর জেরে ২০১৬ সালের ১৭ নভেম্বর রাতে উজ্জলকে স্থানীয় শ্বশানঘাট ডেকে নিয়ে শাকিল ও সঞ্জীবন চন্দ্র মনিদাস। পরে উজ্জল চন্দ্র মনিদাসকে গলাকেটে হত্যা করে মরদেহ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। ওই সময় উজ্জল চন্দ্র মনিদাসের ব্যবহৃত মোবাইল ফোনটি অপর আসামি ভবতোষ মল্লিকের কাছে বিক্রি করে। ঘটনার দু’দিন পর ১৯ নভেম্বর শীতলক্ষ্যা নদী থেকে উজ্জল চন্দ্র মনিদাসের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপরে নিহতের ভাই উত্তম চন্দ্র মনিদাস বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে আদালত মঙ্গলবার সকালে শুনানি শেষে এ রায় দেন। এ মামলার অপর আসামি ভবতোষ মল্লিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়।  

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
আরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।