ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ফ্রি ভেটেনারি ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
দিনাজপুরে ফ্রি ভেটেনারি ক্যাম্প অনুষ্ঠিত দিনাজপুরে ফ্রি ভেটেনারি ক্যাম্প অনুষ্ঠিত

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের শিবপুর গ্রামে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবানের লক্ষ্যে সদর উপজেলা প্রাণিসম্পদ দফতরের আয়োজনে ও সদর উপজেলা পরিষদের অর্থায়নে দিনব্যাপী ফ্রি ভেটেনারি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ভেটেনারি ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. বাবুল আকতার।

ক্যাম্পে পশু-প্রাণীর মাঝে প্রতিশোধক টিকাসহ বিভিন্ন চিকিৎসা সেবা দেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিকা আকবর তৃষা, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. গোলাম কিবরিয়াসহ ভেটেনারি ক্যাম্পের সদস্য।

 

দিনব্যাপী উক্ত ভেটেনারি ক্যাম্পে প্রায় দুই হাজার গরু, সাড়ে তিন হাজার ছাগল, ছয় হাজার হাঁস ও আট হাজার মুরগির মাঝে প্রতিশোধক টিকা পিপিআর, অ্যানথাক্স, ক্ষুরা রোগসহ বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।