ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
খুলনায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

খুলনা: অর্থ আত্মসাতের অভিযোগ এনে খুলনায় নিয়ামুল (৩৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে কর্মস্থলের মালিক ও তার লোকজন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এরআগে সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্মস্থল জেলার রূপসা উপজেলার দেয়ারা গ্রামে তার উপর হামলা চালান মালিক জমি ব্যবসায়ী আব্দুল হান্নান ও তার লোকজন।

খুলনা জেলা পুলিশের এডিশনাল এসপি (ডিএসবি) আব্দুল হালিম বাংলানিউজকে জানান, আব্দুল হান্নান জমি ব্যবসা করেন। নিয়ামুল তার ম্যানেজার। অর্থ আত্মসাতের অভিযোগে নিয়ামুলকে মারধর করেন হান্নান তার লোকজন। পরে তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার সকালে তিনি মারা যান।

নিয়ামুলের মরদেহ খুমেক হাসপাতালের মর্গে রয়েছে বলেও জানান এসপি আব্দুল হালিম।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।