মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
এরআগে সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্মস্থল জেলার রূপসা উপজেলার দেয়ারা গ্রামে তার উপর হামলা চালান মালিক জমি ব্যবসায়ী আব্দুল হান্নান ও তার লোকজন।
খুলনা জেলা পুলিশের এডিশনাল এসপি (ডিএসবি) আব্দুল হালিম বাংলানিউজকে জানান, আব্দুল হান্নান জমি ব্যবসা করেন। নিয়ামুল তার ম্যানেজার। অর্থ আত্মসাতের অভিযোগে নিয়ামুলকে মারধর করেন হান্নান তার লোকজন। পরে তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার সকালে তিনি মারা যান।
নিয়ামুলের মরদেহ খুমেক হাসপাতালের মর্গে রয়েছে বলেও জানান এসপি আব্দুল হালিম।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এমআরএম/ওএইচ/