ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
কুষ্টিয়ায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

কুষ্টিয়া: কুষ্টিয়ায় হঠাৎ করে দূরপাল্লাসহ বিভিন্ন সড়কপথে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা শ্রমিক ইউনিয়ন।  ফলে সকাল থেকে স্থানীয় চারটি সড়কপথ ছাড়াও ঢাকা, খুলনা, রাজশাহীসহ দূরপাল্লার কোনো সড়কপথে বাস ছেড়ে যায়নি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে বিভিন্ন সময় শ্রমিক হয়রানির প্রতিবাদে অনির্দিষ্টকালের এ পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।

সোমবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে ইউনিয়নের কার্যালয়ে জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ, বাস মিনিবাস মালিক সমিতির শীর্ষ নেতারা সভা করে এ ধর্মঘটের সিদ্ধান্ত নেন।

কুষ্টিয়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম বাংলানিউজকে বলেন, অন্যায়ভাবে আমাদের এক শ্রমিককে আটক করেছে র‌্যাব। মাঝে মধ্যেই প্রশাসনের পক্ষ থেকে আমাদের পরিবহন শ্রমিকদের হয়রানি করা হয়। এর প্রতিবাদে সভা করে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেয়।

এ ধরনের হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত এ পরিবহন ধর্মঘট চলবে বলে জানান তিনি।

পুলিশ সুপার এসএম মেহেদী হাসান বলেন, বিষয়টি সুরাহা করতে মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।