ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন ২৭ আত্মকর্মী-সংগঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন ২৭ আত্মকর্মী-সংগঠক সচিবালয়ে সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারসহ অন্যরা/ছবি: বাংলানিউজ

ঢাকা: এবার জাতীয় যুব দিবসে ২৭ জন আত্মকর্মী ও সংগঠককে পুরস্কৃত করবে সরকার। নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য তারা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

বুধবার (১ নভেম্বর)  রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যুব দিবসের উদ্বোধনের পাশাপাশি যুবক ও যুব নারীদের হাতে তুলে দেবেন এ পুরস্কার।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

২৭ জন প্রশিক্ষিত যুবক ও যুব নারীর মধ্যে আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতি হিসেবে ২২ জন আত্মকর্মী ও ৫ জন সফল সংগঠক এ পুরস্কার পাচ্ছেন।

পুরস্কার হিসেবে প্রত্যেককে বিভিন্ন ক্যাটাগরিতে ৫৫ থেকে ৪০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদ দেওয়া হবে।

যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত যুবক ও যুব নারীর উৎপাদিত পণ্যের ডিসপ্লে করা হবে ওসমানী মিলনায়তনে। রাষ্ট্রপতি এ প্রদর্শনী পরিদর্শন করবেন।

যুব দিবসের অন্য কর্মসূচির অংশ হিসেবে ১ নভেম্বর বেলা আড়াইটায় হোটেল ওয়েস্টিনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, কমনওয়েলথ ও সেন্টার ফর রিসার্স অ্যান্ড  ইনফরমেশনের সমন্বিত উদ্যোগে দেশি-বিদেশি যুব প্রতিনিধি, যুব বিষয়ক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নীতিনির্ধারক এবং স্টেক হোল্ডারদের অংশগ্রহণে যুব সম্মেলন অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

জাতীয় যুব দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে শহীদ মিনার থেকে প্রেসক্লাব পর্যন্ত র‌্যালি বের করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও সচিব আসাদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।