মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোরে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিয়ালা কলোনি গ্রামের মো. শওকত আলীর ছেলে মো. সোহেল রানা ওরফে সোহেল।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে সদর উপজেলার পৌরসভা এলাকার আলিনগর গ্রামের আলীনগর উচ্চ বিদ্যালয়ের কাছ থেকে সন্দেহভাজন হিসেবে সোহেলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশ।
ডিবি পুলিশের উপ পরিদর্শক জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৭
আরএ