মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান।
সোমবার (৩০ অক্টোবর) বিকেলে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় তেলবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
নাইমের বাবা আবু আহমেদ নাসিম পাভেল বাংলানিউজকে বলেন, আহমেদ ফজল নাইম স্থানীয় কলেজেক্স স্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিলো। আমি আমার সন্তানের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।
এ দুর্ঘটনা নিহত আরেক মোটরসাইকেল আরোহী সিফাত আহমেদ প্রান্ত সাভার সিপিলেন এলাকার আবদুল হাকিম আহমেদের ছেলে ও পাবনা চাটমোহর বাসিন্দা।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল মামুন জানান, ঘটনা পরপরই ট্রাকটি রেখে চালক পালিয়ে গেছে। ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
ওএইচ/