মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকায় এ ঘটনা ঘটে। রহিজ ওই এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে।
রহিজের স্ত্রী রাহেলা বাংলানিউজকে জানান, রহিজ তার বোন মোসলেমা বেগমকে তাদের জমিতে ময়লা ফেলতে বার বার নিষেধ করলেও তা মান্য করেননি। দুপুরে মোসলেমাকে আবারো নিষেধ করা হলে মোসলেমা ও তার মেয়ে মুন্নি ক্ষিপ্ত হয়ে রহিজকে বটি দিয়ে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
টিএ