আদেশে বলা হয়েছে, হাইকমিশনার পদে সরকারের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা সৈয়দ মোয়াজ্জেম আলীর চুক্তির মেয়াদ পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ২১ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বৃদ্ধি করা হলো।
আদেশে আরও বলা হয়, চুক্তির মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে পূর্বের চুক্তির শর্তাবলী অপরিবর্তিত রেখে পুনরায় চুক্তিপত্র সম্পাদন করতে হবে।
২০১৪ সালের ১৬ অক্টোবর সৈয়দ মোয়াজ্জেম আলীকে ভারতে হাইকমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এমআইএইচ/এমজেএফ