ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি রিভলভার ও গুলিসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি রিভলভার ও গুলিসহ যুবক আটক ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি রিভলভার ও গুলিসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি রিভলভার ও ছয় রাউন্ড গুলিসহ খোরশেদ আলম (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

সোমবার (৩০ অক্টোবর) গভীররাতে শহরের শিমরাইলকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক খোরশেদ ওই এলাকার মৃত আশকর আলীর ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরের শিমরাইলকান্দি এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এসময় খোরশেদসহ দুই যুবককে দেখে সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করে খোরশেদের কোমরে রিভলভার ও গুলি পাওয়া যায়।  

মঙ্গলবার দুপুরে খোরশেদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।