ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন স্থগিত 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
ঢামেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন স্থগিত  ইন্টার্ন চিকিৎসকদের অবস্থান

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে অবস্থান নেওয়া ইন্টার্ন চিকিৎসকরা তাদের আন্দোলন স্থগিত করছেন। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ২টায় আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষানবিশ চিকিৎসক সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান আব্দুল ওয়াদুদ চৌধুরী, মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল শফিকুল ইসলাম চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবু ইউসুফ ফকিরের সঙ্গে বৈঠক করেন ইন্টার্ন চিকিৎসকরা।

 

মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে আন্দোলন চলবে। তবে বর্তমানে স্থগিত রাখা হয়েছে। পরবর্তী কর্মসূচি কি হবে আপনাদের জানানো হবে।  

এর আগে নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের গেট বন্ধ করে অবস্থান নেন ইন্টার্ন চিকিৎসকরা।  

গত রোববার (২৯ অক্টোবর) ঢামেক হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন ও বহিরাগত কিছু ব্যক্তি হৃদরোগ বিভাগে প্রবেশ করে চিকিৎসকদের মারধর করে। এ সময় দায়িত্বরত আনসার সদস্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। এতে চার চিকিৎসক ও দুই আনসার সদস্য আহত হন।

**নিরাপত্তার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এজেডএস/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।