বুধবার (০১ নভেম্বর) সকাল সাতটা ২৫ মিনিটের দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ওই ট্রাফিক ছাড়াও আরো দুই পথচারী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় আহত ট্রাফিক কর্মকর্তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং আহত দুইজন পথচারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, ট্রাফিককে ধাক্কা দিয়ে এয়ারপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ পরিবহন নামের বাসটি ফুটপাতের ওপর উঠে যায়।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা মাহমুদুল বলেন, গাড়ির চালক পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এমএন/জেডএস