ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে ২ ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
ধামরাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে ২ ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে সাথী আক্তার (১৫) ও তাসলিমা আক্তার (১৬) নামে দুই স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে।

বুধবার (১ নভেম্বর) বিকেলে ইউএনও আবুল কালাম আজাদ এ বাল্যবিয়ে বন্ধ করেন।

সাথী কুল্লা ইউনিয়নের বরকৈ গ্রামের শামসুল হকের মেয়ে এবং বিরুলিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

অপরদিকে তাসলিমা একই গ্রামের নীল চাঁনের মেয়ে এবং রোয়াইল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।

ইউএনও আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, বরকৈ গ্রামে শামসুল ও নীল চাঁনের বাড়িতে বাল্যবিয়ের আয়োজন করা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে বিকেলে তিনি ওই দুই বাড়িতে যান। এসময় বাল্যবিয়ে আয়োজন করায় মেয়ের বাবা শামসুলকে দুই হাজার টাকা ও নীল চাঁনকে এক হাজার টাকা জরিমানা এবং ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা নিয়ে বিয়ে দু’টি বন্ধ করে দেন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।