ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিপিএ সম্মেলনে গুরুত্ব পাবে তরুণদের সমস্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
সিপিএ সম্মেলনে গুরুত্ব পাবে তরুণদের সমস্যা পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলন

ঢাকা: কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে (সিপিএ) তরুণ সমাজকে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আকবর খান।

তিনি বলেন, সিপিএভুক্ত ৫২টি দেশের ২ দশমিক ৪ বিলিয়ন জনসংখ্যার ৬০ শতাংশই তরুণ। এই জনগোষ্ঠীর নানাবিধি সমস্যা (লিঙ্গ বৈষম্য, মানবাধিকার ও মূল্যবোধ) ঢাকায় অনুষ্ঠেয় ৬৩তম সম্মেলনে প্রাধান্য পাবে।

পরবর্তী প্রজন্মকে গড়ে তোলাই এই সম্মেলনের মূল লক্ষ্য।

বুধবার (০১ নভেম্বর) হোটেল রেডিসন ব্লুতে সিপিএ সম্মেলন সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আকবর খান। রোহিঙ্গা ইস্যু নিয়ে সম্মেলনে আলোচনার সুযোগ থাকছে বলেও জানান তিনি।  

বৃহস্পতিবার (০২ নভেম্বর) কয়েকটি ছোট ছোট বৈঠকের মাধ্যমে এ সম্মেলনের কাজ শুরু হবে। মূল সম্মেলন হবে ৫-৮ নভেম্বর।

সংসদীয় কমিউনিটির জন্য এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আকবর খান বলেন, এই সংস্থায় শতাধিক সংসদ যুক্ত রয়েছে। এতে সদস্য সংখ্যা রয়েছে ১৭ হাজার। কমনওয়েলভুক্ত সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় বসবেন। সম্মেলনের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার, তিনি যুবকদের একটি গোলটেবিলে নেতৃত্ব দেবেন।  

তিনি আরও বলেন, জাতীয় সংসদে যারা প্রতিনিধিত্ব করেন তাদের তরুণ-তরণীদের মূল্যবান কথা শুনতে হবে। কারণ তারাই আগামীর নেতা এবং পরবর্তী নেতৃত্ব তারাই দেবেন। তাই সম্মান, মূল্যবোধ, আইনের শাসন, লিঙ্গ-সমতা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, তরুণদের সম্পৃক্ততা এবং মানবাধিকারসহ অন্যান্য মূল্যবোধ সম্পর্কে আগামী প্রজন্মকে জানাতে হবে।  

আকবর খান বলেন, ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্রগুলোর অন্যান্য গুরুত্বপূণ বিষয়গুলো যেমন জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা ও তাদের সক্ষমতা বৃদ্ধি এবং কীভাবে এসব সমস্যার সমাধান করা যায় সম্মেলন তা গুরুত্ব পাবে।  

তিনি বলেন, বৃহস্পতিবার নারী সংসদদের বৈঠক শুরু হবে। এই বৈঠকের নিজস্ব ও নির্বাচিত চেয়ারপাসন আছেন, যিনি একজন মালয়েশিয়ান। এখানে নারীদের অংশগ্রহণ আরো ফলপ্রসূভাবে বাড়ানো যায় সেটা তুলে ধরা হবে। সংসদে নারী-পুরুষের সমতা ও অংশগ্রহণ নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর। আমরা চাই সংসদে সংখ্যালঘুসহ অন্যদের অংশগ্রহণ নিশ্চিত হোক।  

সাম্প্রতিক আলোচিত রোহিঙ্গা সংকট নিয়ে এই সম্মেলনের ভূমিকা কী থাকবে জানতে চাইলে সিপিএর মহাসচিব বলেন, এটি বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ ও মানবিক বিষয়। বিভিন্ন দেশ থেকে আগত সংসদ সদস্যরা এই বিষয়ে জানতে খুবই কৌতূহলী। এখানে কোনো আনুষ্ঠানিক আলোচনা হবে না। আমাদের এজেন্ডায় এ ইস্যুটি নেই। আমি মনে করি, সিপিএ চেয়ারপারসন ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার বক্তৃতায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়টি তুলে ধরবেন।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।