ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে আত্মসমর্পণকারী দস্যুদের মোংলা থানায় হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
পিরোজপুরে আত্মসমর্পণকারী দস্যুদের মোংলা থানায় হস্তান্তর পিরোজপুর জেলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপির কাছে আনুষ্ঠানিকভাবে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন তারা। 

বাগেরহাট: স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিপুল আগ্নেয়াস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণকারী সুন্দরবনের ২০ দস্যুকে মোংলা থানায় হস্তান্তর করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৮ এর ডিএডি হাবিবুর রহমান দস্যুদের জমাকৃত ৩৩টি আগ্নেয়াস্ত্র এবং ১৩২৯ রাউন্ড গুলিসহ ২০ দস্যুকে মোংলা থানায় হস্তান্তর করেন। এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পিরোজপুর থেকে আগ্নেয়াস্ত্রসহ তাদের মোংলা থানায় নিয়ে আসে র‌্যাব।

 

বুধবার বেলা ১১টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপির কাছে আনুষ্ঠানিকভাবে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন তারা।  

মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বাংলানিউজকে বলেন, র‌্যাব অস্ত্র আইনে মামলা দায়ের করে ২০ দস্যুকে আমাদের কাছে হস্তান্তর করেছে। দস্যুরা হলেন- মানজু বাহিনীর প্রধান মো. মানজু সরদার (৪৪), জুলফিকার ইজারদার (৪৬), মো. বাচ্চু মল্লিক (৩২), মো. তৌহিদুর রহমান শেখ (৫০), মো. রেজাউল ইসলাম (২৫), মো. পলাশ খান (৩৪), মো. সুময়ানমান ফকির (২৫), মো. জামরুল শেখ (৩০), মো. মজিব ইজারাদার (৩২), মো. হাওলাদার আলমগীর (৩৮) ও মো. হানিফ শেখ (৩২) এবং মজিদ বাহিনীর প্রধান মো. তাকবির কাগচী মজিদ (৩৮), মো. হাসান বিশ্বাস (৩৯), মো. আব্দুল মজিদ (৩০), মো. ইউনুছ শেখ (২৪), মো. হাফিজুল ইসলাম (৩২), মো. আফজাল খান (৩৫), মো. এসকেন খান (৪০), মো. হাসান আলী ইজারদার (৩২)ও মো. মোসা ইজাদ্দার (৩৩)। তাদের বাড়ি বাগেরহাট জেলার রামপাল ও মংলা থানায়।  

ওসি আরও বলেন, মংলা থানায় জমা দেয়া অস্ত্রের মধ্যে ১১টি বিদেশি একনলা বন্দুক, সাতটি বিদেশি দোনলা বন্দুক, পাঁচটি ২২ বোর বিদেশি এয়ার রাইফেল, ছয়টি ওয়ান শ্যুটারগান ও তিনটি কাটা রাইফেল এবং ১৩২৯ রাউন্ড গুলি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।