বুধবার (০১ নভেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে জাতীয় যুব দিবস উপলক্ষে ‘কনফারেন্স অব ইয়ুথ ডেভেলপমেন্ট ইন বাংলাদেশে’ তিনি এ কথা বলেন। কনফারেন্সটির আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
আবুল মাল আবদুল মুহিত বলেন, গত দুই দশকে ধরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৩ করে চলছে। চলতে বছরে যা ৭ শতাংশের কাছাকাছি। দেশের অর্থনীতি এইভাবে চলতে থাকলে আগামী ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ দারিদ্র্য মুক্ত একটি দেশে পরিণত হবে। তার পরেও সরকারকে দেশের ১০ শতাংশ লোকের দায়িত্ব নিতে হবে দারিদ্র্য মোচনের জন্য।
অর্থমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে জাতীয় সেবা রয়েছে। অনেকে দেশে জাতীয় সেবাকে সংবিধানে রেখে নাগরিকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু জাতীয় সেবাকে সাধারণত কোনো দেশ প্রোডাকটিভ খাতে ব্যবহার করেনি। তবে আমরা জাতীয় সেবাকে প্রোডাকটিভ খাতে ব্যবহার করছি। ফলে দেশ যেমন উপকৃত হচ্ছে তেমনি জাতীয় সেবায় অংশগ্রহণকারীরাও উদ্যোক্তা হয়ে গড়ে উঠছেন।
সরকার যুবসমাজের প্রতি বিশেষ নজর দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার আমলের প্রথম দিক দিয়ে ইয়ুথদের কাজে লাগানো অনেক চ্যালেঞ্জিং ছিল। কিন্তু বর্তমান সরকার এ বিষয়ে বিশেষ নজর দিচ্ছে। এক্ষেত্রে আমরা অনেক এগিয়েছি। এতে করে দেশ যেমন এগোচ্ছে ইয়ুথরাও প্রতিষ্ঠিত হচ্ছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয় প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ০১,২০১৭
এমএসি/আরআই