ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে দুই বাংলার শিল্পীদের মেলবন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
লক্ষ্মীপুরে দুই বাংলার শিল্পীদের মেলবন্ধন লক্ষ্মীপুরে দুই বাংলার শিল্পীদের মেলবন্ধন

লক্ষ্মীপুর: দুই বাংলার শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মেলবন্ধন’-এর আয়োজন করেছে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ।

আগামী শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে টাউন হলে মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজিত হবে।

বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম (তপন) ও সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেন।

এতে প্রধান অতিথি থাকবেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক হোমায়রা বেগম। এছাড়া পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেটন নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু বিশেষ অতিথি হিসেবে থাকার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।