ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ডুয়েটে ভাঙচুর, একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
ডুয়েটে ভাঙচুর, একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা ডুয়েট ক্যাম্পাসে ভাঙচুর

গাজীপুর: উপাচার্যের অফিস, শিক্ষকদের বাসভবনের জানালার কাচ ও কয়েকটি গাড়ি ভাঙচুর করার ঘটনায় একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। একই সাথে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১ নভেম্বর) বুধবার ডুয়েটের ডেপুটি রেজিস্টার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিমুলতলী সড়ক অবরোধ করে।

এ ঘটনায় কয়েক ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য বিশ্ববিদ্যালয়ে ডেকে নেওয়া হয়। পরে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে মুখোশ পরে ক্যাম্পাসের ভেতর প্রবেশ করে উপাচার্যের অফিস ও শিক্ষকদের বাসভবনের জানালার কাঁচ এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।  

আবাসিক হলে অবস্থানরত ছাত্রদের বুধবার (১ নভেম্বর) বিকেলের মধ্যে এবং ছাত্রীদের বৃহস্পতিবার (২ নবেম্বর) সকাল ৮টার মধ্যে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে  গাজীপুরে ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭     
আরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।