ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাসে আগুনের ঘটনায়  ২৯ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
বাসে আগুনের ঘটনায়  ২৯ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: কক্সবাজারে রোহিঙ্গাদের ত্রাণ দিয়ে ফেরার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বহরের দু’টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দলটির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আসামির তালিকায় বিএনপি নেতাকর্মী ছাড়াও দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছেন। 

বুধবার (০১ নভেম্বর) সন্ধ্যায় ফেনী মডেল থানার এসআই নূরুল হক বাদী হয়ে ২৯ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও ৩০-৪০জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা করেন।  

আসামিরা হলেন- ছাত্রদল নেতা রিয়াজ পাটোয়ারী, মেজবাহ উদ্দিন, দেলোয়ার হোসেন দোলন, সালাহ উদ্দিন মামুন, আবুল কাশেম মিলন, নঈম উল্যাহ বরাত, জসিম উদ্দিন, রতন, আলমগীর চৌধুরী, নুরের সালাম, ইভু পাটোয়ারী, ইমন, ফুয়াদ, মামুন, দুলাল, ওসমান গণি, ডালিম, বেলাল, জিয়া উদ্দিন জিয়া, খন্দকার নাসির উদ্দিন, ফখরুদ্দিন, জিকু, নাদিম, ইসমাইল, দুলাল, সাব্বির, ইসমাইল হোসেন, এম এ খালেক ও সোহাগ।

 

ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) রাশেদ খান চৌধুরী  বাংলানিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।  

গত ২৮ অক্টোবর ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন খালেদা জিয়া। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী এলাকায় ওইদিন বিকেলে তার গাড়ি বহর হামলার শিকার হয়।

এ সময় হামলায় বেশ কয়েকটি মিডিয়ার গাড়ি ভাংচুর করা হয়। এতে আহত হনে বেশ কয়েকজন সাংবাদিক। ৩১ অক্টোবর ফেরার দিনও ফের হামলার শিকার হয় তার গাড়ি বহর।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এসএইচডি/এমএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।