ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে সুইডেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে সুইডেন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাতে চারলোটা স্কালাইটার

ঢাকা: রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত চারলোটা স্কালাইটার। 

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। রোহিঙ্গাদের মানবিক সহায়তায় বাংলাদেশের পাশে থাকবে সুইডেন।

বুধবার (১ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে সুইডিশ রাষ্ট্রদূত এ কথা বলেন।

সাক্ষাৎকালে স্পিকার বলেন, সুইডেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। সুইডেন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার।  

তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সুইডেনের সহযোগিতার প্রশংসা করেন এবং আগামীতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
 
ঢাকায় গত এপ্রিলে অনুষ্ঠিত ১৩৬তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে সুইডেন পার্লামেন্টের স্পিকারের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেওয়ায় রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান স্পিকার।  

তিনি সিপিএ প্রসঙ্গে বলেন, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন, তরুণ নেতৃত্ব, সংসদীয় গণতন্ত্রের বিকাশ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা প্রভৃতি বিষয়ে কাজ করছে সিপিএ।  

সিপিএ’র ৬৩তম সম্মেলন সিপিসি’র (কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স) মাধ্যমে বাংলাদেশ বিশ্বকে নতুন বার্তা পৌঁছে দেবে বলেও উল্লেখ করেন ড. শিরীন শারমিন চৌধুরী।
 
বাংলাদেশ ও সুইডেনের সংসদীয় প্রতিনিধিদলের সফর ও মতবিনিময়ের মাধ্যমে দু’দেশের পার্লামেন্ট উপকৃত হতে পারে উল্লেখ করে সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন বলেন, সংসদীয় চর্চা ও গণতন্ত্র বিকাশে দু’দেশের সংসদ সদস্যদের সফর বিদ্যমান বন্ধুত্বকে আরও জোরদার করবে।
 
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এসএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।