বুধবার (০১ নভেম্বর) রাত সাড়ে ৭টায় উপজেলার নামাহাটি এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। বাবুল নিকলী উপজেলার উত্তর দামপাড়া নামাহাটি গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ভূঞা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নামাহাটি এলাকার একটি বাড়ি থেকে বাবুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এনটি