ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
কেরানীগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আটক ১

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ নিপ্পন তালুকদার নামে এক যুবককে আটক করেছে ঢাকা জেলা (দক্ষিণ) পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। 

বুধবার (১ নভেম্বর) দিনগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কৈবর্ত্যপাড়া থেকে তাকে আটক করা হয়।

ঢাকা জেলা (দক্ষিণ) ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীপক চন্দ্র সাহা বাংলানিউজকে জানান, ডিবি পুলিশের একটি দল রাতে ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানে ইয়ামাহা ব্র্যান্ডের এফজেড ১৫০ মডেলের একটি চোরাই মোটরসাইকেলসহ ওই যুবককে আটক করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের পরিদর্শক নাজমুল হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) কাজী এনায়েত।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।