বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকালে হোটেল রেডিসন ব্লুতে স্মল ব্রাঞ্চের সঙ্গে সম্মেলন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এঞ্জেলো ফারুগিয়া বলেন, সিপিএ অন্তর্ভূক্ত ৪৩টি দেশ রয়েছে যাদের জনসংখ্যা ৫ লাখের নিচে।
এসব দেশের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সেমিনারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এরমধ্যে তিনটি ইস্যু গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। এগুলো হচ্ছে, জলবায়ু পরিবর্তন, রাজনীতিতে তরুণ প্রজন্মের অংশ গ্রহণ, প্রতিবন্ধী জনগষ্ঠীর সমাজের মূল স্রোতে আনা।
তিনি বলেন, স্মল ব্রাঞ্চের দেশগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সঠিক দিক নির্দেশনার অভাবে তরুণ প্রজন্ম রাজনীতি নিরুৎসাহিত হচ্ছে। তাদেরকে আমরা রাজনীতিতে অংশ নেওয়া নিশ্চিত করতে পারছি না।
এঞ্জেলো ফারুগিয়া বলেন, তরুন প্রজন্ম রাজনীতিতে আসলে আইন প্রণয়ন ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভৌগলিকভাবে জীবন যাত্রাকে পরিবর্তন করে দিচ্ছে। জলবায়ুর অভিঘাত ও ক্ষতি মোকাবেলায় উন্নত দেশগুলোকে এক সঙ্গে কাজ করতে হবে। সেসব বিষয়ে আলোচনা হয়েছে। ৬৩টি দেশ সিপিএ অন্তর্ভূক্ত হলেও ৪৩টি দেশ স্মল ব্রাঞ্চের অন্তভূক্ত।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এসএম/বিএস