ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখ এঞ্জেলো ফারুগিয়া

ঢাকা: রাজনীতিতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উপযুক্ত দিক নির্দেশনার অভাবে তরুণ প্রজন্ম রাজনীতিতে আসতে নিরুৎসাহিত হচ্ছে। এসব কারণে আমরা তাদেরকে রাজনীতিতে অংশ নেওয়া নিশ্চিত করতে পারছি না বলে মন্তব্য করেছেন সিপিএ স্মল ব্রাঞ্চ চেয়ারপার্সন ও মাল্টা সংসদের স্পিকার এঞ্জেলো ফারুগিয়া। 

বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকালে হোটেল রেডিসন ব্লুতে স্মল ব্রাঞ্চের সঙ্গে সম্মেলন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
 
এঞ্জেলো ফারুগিয়া বলেন, সিপিএ অন্তর্ভূক্ত ৪৩টি দেশ রয়েছে যাদের জনসংখ্যা ৫ লাখের নিচে।

এসব দেশকে সিপিএ’র ‘স্মল ব্রাঞ্চ’ হিসেবে গণ্য করা হয়।
 
এসব দেশের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সেমিনারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এরমধ্যে তিনটি ইস্যু গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। এগুলো হচ্ছে, জলবায়ু পরিবর্তন, রাজনীতিতে তরুণ প্রজন্মের অংশ গ্রহণ, প্রতিবন্ধী জনগষ্ঠীর সমাজের মূল স্রোতে আনা।
 
তিনি বলেন, স্মল ব্রাঞ্চের দেশগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সঠিক দিক নির্দেশনার অভাবে তরুণ প্রজন্ম রাজনীতি নিরুৎসাহিত হচ্ছে।  তাদেরকে আমরা রাজনীতিতে অংশ নেওয়া নিশ্চিত করতে পারছি না।
 
এঞ্জেলো ফারুগিয়া বলেন, তরুন প্রজন্ম রাজনীতিতে আসলে আইন প্রণয়ন ও নীতি নির্ধারণে  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
 
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভৌগলিকভাবে জীবন যাত্রাকে পরিবর্তন করে দিচ্ছে। জলবায়ুর অভিঘাত ও ক্ষতি মোকাবেলায় উন্নত দেশগুলোকে এক সঙ্গে কাজ করতে হবে। সেসব বিষয়ে আলোচনা হয়েছে। ৬৩টি দেশ সিপিএ অন্তর্ভূক্ত হলেও ৪৩টি দেশ স্মল ব্রাঞ্চের অন্তভূক্ত।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এসএম/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।