বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকালে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল।
তিনি জানান, মডেল শারমীন মুক্তাকে আটকের পর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে বুধবার (০১ নভেম্বর) সন্ধ্যায় কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের বিপরীত দিকের গলির ৭৯/১ নম্বর বাসার গৃহকর্তা আবদুল করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে শাওনকে (১৯) গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
পিএম/এএটি