ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কাকরাইলে মা-ছেলে হত্যার ঘটনায় মডেল আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
কাকরাইলে মা-ছেলে হত্যার ঘটনায় মডেল আটক

ঢাকা: রাজধানীর রমনা থানার কাকরাইলে মা ও ছেলেকে গলাকেটে হত্যার ঘটনায় আবদুল করিমের দ্বিতীয় স্ত্রী মডেল শারমীন মুক্তাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকালে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল।

তিনি জানান, মডেল শারমীন মুক্তাকে আটকের পর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে বুধবার (০১ নভেম্বর) সন্ধ্যায় কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের বিপরীত দিকের গলির ৭৯/১ নম্বর বাসার গৃহকর্তা আবদুল করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে শাওনকে (১৯) গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।