সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌরসভার সমাজকল্যাণ মোড়ের একটি তুলার কারখানা আগুনে পুড়ে গেছে। আগুনে কারখানার তিনটি ঘর, তুলা ও যন্ত্রাংশ পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানা মালিক।
বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে তালুকদার ট্রেডার্স নামে একটি তুলার কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (ডিএডি) আব্দুল হামিদ জানান, ভোরে ওই কারখানার যন্ত্রাংশের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়ে কারখানার তিনটি ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। কিন্তু তার আগেই কারখানার তিনটি ঘর, তুলা ও যন্ত্রাংশ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত কারখানা মালিক মামুনুর রশিদের দাবি, এতে তার অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।