বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমন মুন্সীগঞ্জ জেলার শ্রীপুর উপজেলার হলুদিয়া গ্রামের ফয়জুল হকের ছেলে। কামরাঙ্গীরচর বড়গ্রাম এলাকায় ভাড়া থাকতেন তিনি।
সুমনের মা আলেয়া বেগম জানান, সুমন নিয়মিত মাদক সেবন করতো। বুধবার রাতে বাসায় নেশাজাতীয় দ্রব্য খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, রাতে সুমনকে হাসপাতালে রেখে সবাই বাসায় চলে আসে। সকালে হাসপাতালের ওয়ার্ডে এসে দেখি সুমন বেডে নেই। পরে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে এসে ছেলের মরদেহ শনাক্ত করেন মা আলেয়া বেগম।
চকবাজার থানার উপ পরিদর্শক (এসআই) আমানউল্লাহ জানান, শিক্ষা বোর্ডের সামনে অচেতন অবস্থায় পড়ে ছিল সুমন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
মৃত ব্যক্তির মাথায় আঘাত ছিল। ধারণা করা হচ্ছে কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এজেডএস/এএ