এসময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক, আট বান্ডিল কয়েল রড, তিনটি মোবাইল ফোন সেট ও নগদ টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোর্শেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (১ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল শহরের ছিলিশপুর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের গেটের সামনে চেকপোস্ট বসিয়ে অবস্থান নেন।
এসময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, আট বান্ডিল কয়েল রড, দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এসময় ট্রাকের চালক জয়পুরহাটের কালাই উপজেলার পূর্ব সরাইল গ্রামের আব্দুর রশিদ মণ্ডলের ছেলে রেজা মণ্ডল (২৫) ও চালকের সহকারী বগুড়ার শিবগঞ্জ উপজেলার নিমারপাড়ার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মাসুদ রানাকে (২০) আটক করা হয়।
বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে সদর উপজেলার চান্দপাড়ার খড়িয়াজান ব্রিজ সংলগ্ন তিনমাথা মোড় এলাকায় র্যাবের একটি দল অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোনসহ মা-ছেলেকে আটক করে।
আটকেরা হলেন-সদর উপজেলার চান্দপাড়ার সিরাজুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম (৪২) ও তার ছেলে আপেল মাহমুদ (২৪)।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোর্শেদ।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এমবিএইচ/আরআর