ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিপিএ স্মল ব্রাঞ্চের সম্মেলন উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
সিপিএ স্মল ব্রাঞ্চের সম্মেলন উদ্বোধন ছবি: ডিএইচ বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পরিবেশ সচেতনতা বাড়াতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী স্মল ব্রাঞ্চের সম্মেলন। 

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সদস্য দেশগুলোর মধ্যে যেসব দেশের জনসংখ্যা ৫ লাখ বা তার নিচে সেসব দেশ নিয়ে হচ্ছে স্মল ব্রাঞ্চ সম্মেলন। এসব দেশের নানা সমস্যা তুলে ধরা হবে এ সম্মেলনে।


 
বৃহস্পতিবার (০২ নভেম্বর) ঢাকার অভিজাত হোটেল রেডিসন ব্লুতে সিপিএ-এর মূল সম্মেলন শুরুর আগে এটি অনুষ্ঠিত হয়। এটি স্মল ব্রাঞ্চের ৩৬তম সম্মেলন।
 
দ্বীপ ও ছোট ছোট রাজ্য নিয়ে গঠিত দেশগুলো জলবায়ু পরিবর্তনজনিত কারণে নানা সমস্যায় ভুগছে। এজন্য সম্মেলনের উদ্বোধনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের জলবায়ু পরিবর্তনের কারণে সমস্যার চিত্র তুলে ধরা হয়।  

সঙ্গে দেখানো হয় প্রকৃতির অপার সম্ভবনাময় সৌন্দর্য ও অপরিহার্যতা। বাংলাদেশর কবিরুল ইসলাম রতনের কোরিওগ্রাফিতে কয়েকজন তরুণ-তরুণী নৃত্যানুষ্ঠানের মাধমে জলবায়ু সংক্রান্ত সমস্যা ও সমাধানের উপায় সংক্ষিপ্ত পরিবেশনায় তুলে ধরেন।  

ছবি: ডিএইচ বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পরে স্মল ব্রাঞ্চের প্রতিনিধিদের নিয়ে একটি ফটোসেশন অনুষ্ঠিত হয়। এ সময় সিপিএ নির্বাহী কমিটির চেয়াসপারসন ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংস্থাটির মহাসচিব আকবর খান, স্মল ব্রাঞ্চের চেয়ারপারসন ও মাল্টা সংসদের স্পিকার অ্যাঞ্জেলো ফারুগিয়া  প্রমুখ উপস্থিত ছিলেন।
 
গত ১ নভেম্বর (বুধবার) থেকে ঢাকায় শুরু হয়েছে সিপিএ-এর ৬৩ তম সম্মেলন। তবে এই সম্মেলনের মূল অনুষ্ঠানের উদ্বোধন হবে ৫ নভেম্বর।  

এরপর থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে সম্মেলনের মূল কার্যক্রম শুরু হবে। যা চলবে ৮ নভেম্বর পর্যন্ত।
 
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এসএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।