ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ৮ খেলোয়ারকে জেলা ক্রীড়া সংস্থার সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
নাটোরে ৮ খেলোয়ারকে জেলা ক্রীড়া সংস্থার সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: ৩৩তম জাতীয় বয়স ভিত্তিক জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদকপ্রাপ্ত নাটোরের আট খেলোয়ারকে সংবর্ধনা দিয়েছে জেলা ক্রীড়া সংস্থা।

মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শাহিনা খাতুন তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জজ কোর্টের পাবলিক প্রসিউকিটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্র লেখা নাজনিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল, ক্রীড়া সংস্থার শহর শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

পরে জেলা প্রশাসক স্বর্ণপদক প্রাপ্ত খেলোয়ার সুলতান আহম্মেদকে ১০ হাজার টাকা এবং অপর সাত খেলোয়ারকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।