ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

৭ নভেম্বর উপলক্ষে বগুড়ায় বিএনপির আলোচনা সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
৭ নভেম্বর উপলক্ষে বগুড়ায় বিএনপির আলোচনা সভা আলোচনা সভা-ছবি-বাংলানিউজ

বগুড়া: আলোচনা সভার মধ্য দিয়ে বগুড়ায় বিএনপি ঘোষিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সভাপতির বক্তব্যে ভিপি সাইফুল ইসলাম বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা।

তার হাত ধরেই এ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পায়।
 
সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, উপদেষ্টা মো. শোকরানা, ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, লাভলী রহমান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।     
 
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এমবিএইচ/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।