ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাঘায় চোলাই মদের কারখানায় অভিযান, ৩ জনের দণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
বাঘায় চোলাই মদের কারখানায় অভিযান, ৩ জনের দণ্ড বাঘায় চোলাই মদের কারখানায় অভিযান, ৩ জনের দণ্ড। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলায় চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।  

উপজেলা প্রশাসন ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) একটি দল এ অভিযান পরিচালনা করেন।

এতে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন রেজা।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- শামিম, সান্টু ও শহিদ।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা বাংলানিউজকে বলেন, নির্বাহী ম্যজিস্ট্রেট ও র‌্যাব-৫ এর মেজর এএম আশরাফুল ইসলাম যৌথভাবে একাধিক চোলাই মদ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে। এ সময় তিনজনকে আটক করে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এর আগে, একাধিক কারখানা থেকে চোলাই মদ তৈরির বিভিন্ন উপকরণসহ প্রায় ২০ হাজার লিটার চোলাই মদ ধ্বংস করা হয়। দণ্ডপ্রাপ্তদের দুপুরে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি রেজাউল হাসান।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।