ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধান আমরাও চাই’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
‘রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধান আমরাও চাই’ ‘রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধান আমরাও চাই’

ঢাকা: রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য একটি সমস্যা। মিয়ানমারের যেটা হচ্ছে, সেটা বন্ধ হওয়া উচিত। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। রোহিঙ্গা সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান আমরাও চাই।  

মঙ্গলবার (৭ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সিপিসি সম্মেলনে সমাপনী দিনের অধিবেশন চলাকালে হল অব ফেমের বাইরে সাংবাদিকরা জানতে চাইলে ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন একথা বলেন।  
 
তিনি বলেন, মিয়ানমারও আমাদের প্রতিবেশী দেশ, সেখানে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে।

সে বিষয়টিও আমাদের দেখতে হবে। রোহিঙ্গারা মিয়ানমারেরই নাগরিক, তাদের সন্ত্রাসী বলা হলেও নাগরিক হিসেবে মিয়ানমারকেই স্বীকৃতি দেওয়া উচিত।

সিপিসি সম্মেলন থেকে রোহিঙ্গা ইস্যুতে যদি কোনো বিবৃতি আসে, আমরাও তার অংশ।
 
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এসকে/এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।