মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে সাভারের সিএনবি এলাকায় অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউটে (ওটিআই) এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের সচিব আব্দুল জলিল।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আয়োজনে এক মাস মেয়াদী এ প্রশিক্ষণ কোর্সে প্রশাসনের ৩১ জন বিসিএস ক্যাডার অংশ নেন।
ভূমি সচিব আব্দুল জলিল বলেন, বাংলাদেশে অসংখ্য খাস জমি রয়েছে। অনেক সময় এ খাস জমি নিয়ে সমস্যা হয়ে থাকে, তাই খাস জমির সমস্য সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে। সঠিকভাবে কাগজপত্র যাচাই-বাছাই করে কাজ করতে হবে।
এছাড়া সরকারি কর্মকর্তাদের সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক শেখ আব্দুল আহাদ, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
আরবি/