মঙ্গলবার (০৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়।
এ উপলক্ষে সকালে সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান ফটক থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
এসময় বক্তব্য রাখেন- জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক লিকু, সিনিয়র সহ সভাপতি আব্দুল হান্নান, বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম, সহ সভাপতি আবুল হোসেন, মোশাররফ হোসেন, জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মকলেচুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, এ অধিদফতরের অনেকে ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি করেও সরকার থেকে কোনো কিছু না পেয়ে বর্তমানে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এছাড়াও অল্প কিছুদিনের মধ্যে আরো অনেকে চাকরির মেয়াদ পূর্ণ করবেন। অথচ মেয়াদ শেষে তাদের ভবিষ্যৎ অন্ধকার।
বক্তারা সারাদেশে সড়ক ও জনপথ অধিদফতরের ৭ হাজার ৫৯ ওয়ার্কচার্জ শ্রমিক কর্মচারীদের নিয়মিত করাসহ ৭ দফা দাবি পেশ করেন। দ্রুত এই দাবি না মানা হলে আগামিতে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
টিএ