ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় স্ত্রীর অভিযোগে মাদকাসক্ত স্বামীর কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
কুষ্টিয়ায় স্ত্রীর অভিযোগে মাদকাসক্ত স্বামীর কারাদণ্ড

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাষা মণ্ডল (৩৫) নামে মাদকাসক্ত এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবর্ণা রানী সাহা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সুবর্ণা রানী বাংলানিউজকে জানান, উপজেলার বারুইপাড়া ইউনিয়নের শওড়াবাড়ী গ্রামের মৃত আনসার মণ্ডলের ছেলে ভাষা মাদক সেবন করে স্ত্রী-সন্তানের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন।

মঙ্গলবার সকালেও নেশাগ্রস্থ অবস্থায় স্ত্রী-সন্তানের ওপর হামলা ও বাড়ি-ঘর ভাঙচুর করেন। ভাষার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশে অভিযোগ করেন তার স্ত্রী। পরে আহাম্মদপুর ক্যাম্পের পুলিশ সদস্যরা তাকে তার বাড়ি থেকে আটক করে। ওই সময় তার কাছে পাঁচ পুরিয়া গাঁজা পাওয়া যায়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে এ দণ্ডাদেশ দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।