ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক ও জনপথ কর্মচারীদের ৭ দফা দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
সড়ক ও জনপথ কর্মচারীদের ৭ দফা দাবি সড়ক ও জনপথ কর্মচারীদের কর্মসূচি

ঝালকাঠি: কার্যভিত্তিক সংস্থা থেকে চাকরি রাজস্ব সংস্থাপনে নেওয়াসহ ৭ দফা দাবিতে ঝালকাঠিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা।

মঙ্গলবার (০৭ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের ব্যানারে কর্মবিরতি পালিত হয়। কর্মবিরতি চলাকালে ঝালকাঠি সড়ক ভবনের সামনে অবস্থান নেন কর্মচারীরা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো. বাদশা তালুকদার, সহ-সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার প্রমুখ।

অবিলম্বে সাত দফা দাবি মেনে নেওয়ার না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ার দেন কর্মবিরতি পালনকারীরা।

অন্যদিকে একই দাবিতে একই সংগঠনের ব্যানারে কর্মবিরতি পালন করেছে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহতভাবে চলবে।

বাংলা‌দেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।