ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে শিশু হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
মৌলভীবাজারে শিশু হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

মৌলভীবাজার: মৌলভীবাজারে ৮ বছরের এক শিশুকে দা দিয়ে কুপিয়ে হত্যার দায়ে চান মিয়া নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলামের আদালতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত চান মিয়া কমলগঞ্জ উপজেলার বাদে উবাহাটা গ্রামের আবু আলীর ছেলে।

 

আদালতের এপিপি কৃপাসিন্ধু দাশ বাংলানিউজকে জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০০৮ সালের ২৫ মার্চ  ভাই মো. আলী আকবরের ছেলে তাজুল ইসলামকে (৮) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে চান মিয়া। ঘটনার দিনই আলী আকবর বাদী হয়ে হত্যা মামলা করেন।  

পরবর্তীতে একই বছরের জুন মাসে চান মিয়া আদালতে আত্মসমর্পণ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন এবং জামিন নিয়ে তিনি পালিয়ে যান।

আসামির জবানবন্দী ও তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দিয়েছেন। আসামি এখনো পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।