মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরের ওয়েল ডিপো ঘাট সংলগ্ন নদীতে সে নিখোঁজ হয়। উপজেলার শেলাচাপরী গ্রামের আব্দুল হামিদের ছেলে সজিব স্থানীয় নুকালি উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষা দিচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সজিব জেএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর বিকেলে বন্ধুদের নিয়ে বড়াল নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে মাছ ধরার জন্য ঘাটে ভেড়ানো জাহাজের নিচে ডুব দেয় সে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে উঠে না আসায় বন্ধুরা তার বাড়িতে খবর দেয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। পরে রাজশাহী থেকে আসা ডুবুরি দল উদ্ধার কাজে যোগ দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এসআই